মাথাভাঙ্গা মনিটর: বড় শট খেলায় পারদর্শী কাইরন পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেলেন না। হাঁটুর চোটের সাথে লড়াইয়ে হার মানতে হলো এ অলরাউন্ডারকে। ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত হতে যাওয়া এ বিশ্ব ইভেন্টের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পান পোলার্ড। জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময়মতো সেরে উঠতে পারবেন। কিন্তু পেরে উঠলেন না। চোটের অবস্থা দেখে নির্বাচকরা বাদ দিলো তাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের টি-টোয়েন্টি দলের ১৩ সদস্যের সবাই আছে বিশ্বকাপ দলে। যোগ হয়েছেন ব্যাটসম্যান জনসন চার্লস ও পেসার শেল্ডন কোত্রেল। ২৪ বছর বয়সী কোত্রেল গত বছর কলকাতা টেস্ট দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষিক্ত হলেও সীমিত ওভারে খেলার অভিজ্ঞতা লাভ করেনি। চার্লস সম্প্রতি নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের খেলায় ফর্মের সাথে লড়লেও বিপজ্জনক হতে পারেন বাংলাদেশে।