স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমী চুয়াডাঙ্গা শাখার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই ৪০টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কেক কাটা শেষে জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, এনডিসি মোহা. মোকলেছুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সী আলমগীর মান্নানসহ প্রমুখ।