ভ্রাম্যমাণ প্রতিনিধি/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও উপজেলা নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে সাইকেলবাজারস্থ দলীয় কার্যালয়ে ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী তরফদারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ভুট্টো, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, আ.লীগ নেতা আব্দুল করিম, ডা. রবিউল হক, কাদের বিশ্বাস, আব্দুল কাদের সর্দ্দার, সবুর আলী, এমএ জলিল, মিন্টু বিশ্বাস, শওকত আলী, আশাদুল হক, রমজান আলী, মিয়াজান, সমীর আলী, লুৎফর রহমান, বাহাদুর, আব্দুস সাত্তার, আক্তার আলী, মোহাম্মদ আলী, লিয়াকত মেম্বার, বিভুদান মণ্ডল, লোকমান আলী হালসোনা, হযরত আলী, যুবলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস, সহিদুল সর্দ্দার, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু, রতন, রানা, সফিউদ্দিন প্রমুখ।