দর্শনা অফিস: বিশেষ নিয়ামতের আশায় হযরত আলী আ. কাদেরী শামসুল কাদেরী হযরত শাহ সৈয়দ রশিদ আলী মোর্শেদ আলী আল কাদেরী আল হাসান আল হুসাইন আল বাগদাদি মেদেনীপুরের ওরশ শুরু হয় গত ১৭ ফেব্রুয়ারি ৪ ফাল্গুন সোমবার রাতে। পবিত্র ওরশ শরিফে যোগদান করতে আঞ্জুমান-ই- কাদেরীয়ার বড় হুজুর পাক কেবলা পরিচালিত মেদেনীপুর বিশেষ ট্রেন গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজবাড়ি স্টেশন থেকে ছেড়ে দর্শনা আর্ন্তজাতিক স্টেশনে পৌঁছায় রাত দুটোর দিকে। আল-কাদেরীর স্মরণে ১১৩তম ওরশ শরিফে তার ভক্ত আশেকানরা ভারতের মেদেনীপুরের উদ্দেশে ছেড়ে আসা ২২ বগি বিশিষ্ট বিশেষ ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক স্টেশনের প্রয়োজনী কায়ক্রম শেষে ১৬ ফেব্রুয়ারি সোয়া দুটোর দিকে মেদেনীপুরের উদ্দেশে ছেড়ে যায়। ওরশ শেষে ১৯ ফেব্রুয়ারি সকালে মেদেনীপুর ত্যাগ করে দর্শনা আন্তজার্তিক স্টেশনে পৌঁছায় বিকেল ৪টায়। ২২টি বগিতে ১ হাজার ৯৯৮ জন যাত্রী নিয়ে ফিরেছে ট্রেনটি। তবে দর্শনা আন্তর্জাতিক স্টেশনে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে রাত সোয়া ৮টার দিকে রাজবাড়ির উদ্দেশে বিশেষ ট্রেনটি দর্শনা ত্যাগ করে। এদিকে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দর্শনা জয়নগর সীমান্ত পথে প্রায় দেড় হাজার যাত্রী ওরশ শেষে দেশে ফিরেছেন।