দামুড়হুদা অফিস: দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বধোন করেন। গতকাল বুধবার সকাল ১০টায় উদ্বোধনী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. কামাল উদ্দীন। কলেজের প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ্, অলিম্পিক পতাকা উত্তোলন করেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কলেজ পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ মো. কামাল উদ্দীন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন নির্বাহী অফিসার মো.ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি গভর্নিং বর্ডির সদস্য শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃপাংশু শেখর বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, কলেজের উপাধ্যক্ষ জিন্নাত আলী, গভর্নিং বর্ডির সদস্য ইমতিয়াজ হোসেন ও মোশাররফ হোসেন। পরিচালনা করেন প্রভাষক মিজানুর রহমান ও কলেজের ক্রীড়া শিক্ষক বশির আহমেদ।