এশিয়ায় সাংবাদিকদের জন্য ভারত-পাকিস্তান ঝুঁকিপূর্ণ

 

মাথাভাঙ্গা মনিটর: ২০১৩ সালে দায়িত্ব পালনকালে বিশ্বে ১৩৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সিরিয়ার নাম উঠে এসেছে। আর এশিয়ার মধ্যে ভারত-পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা খুবই নাজুক। সংবাদমাধ্যমের তথ্যমতে, গত বছর ৬৫ জন সংবাদকর্মী নিহত হওয়ায় সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সিরিয়ার নাম ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকার শীর্ষে স্থান পেয়েছে। সাংবাদিকতার জন্য ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে সিরিয়ার পর ইরাকের অবস্থান। যেখানে গত বছর নিহত হয়েছেন অন্তত ২০ জন সাংবাদিক। ফিলিপাইনের অবস্থান তৃতীয়। দেশটিতে ২০১৩ সালে ১৪ জন সাংবাদিক নিহত হন। গত বছর ১৩ জন সাংবাদিক নিহত হওয়ায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ভারত চতুর্থে। ভারতের পরেই অবস্থান পাকিস্তানের। গত বছর দেশটিতে মারা গেছেন ৯ সাংবাদিক।