মাথাভাঙ্গা মনিটর: বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে অপমানজনক মন্তব্য করে বরখাস্ত হয়েছেন কলম্বিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ব্যারেরো। ওই পদে জেনারেল হুয়ান পাবলো রদ্রিগুয়েজকে নিয়োগ দেয়া হয়েছে। গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস সেনাপ্রধানকে তার পদ থেকে বরখাস্ত করেন বলে একটি সংবাদমাধ্যম জানিয়েছে। এক ঘোষণায় প্রেসিডেন্ট সান্তোস বলেন, অপমানজনক মন্তব্য করায় সেনাবাহিনী প্রধান জেনারেল লিওনার্দো ব্যারেরোকে বরখাস্ত করা হয়েছে। সেনাবাহিনীর ক্রয় সংক্রান্ত দুর্নীতি অভিযোগের তদন্ত করতে গিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টতার বিষয়টি দৃশ্যমান হয়। দুর্নীতির অভিযোগগুলো কলম্বিয়ার সাপ্তাহিক সাময়িকী সেমানাতে প্রকাশিত হয়েছিলো। ক্রয় চুক্তিতে অসৎপন্থা অবলম্বনের অভিযোগে এর আগেই আরো চার জেনারেলকে বরখাস্ত করা হয়েছিলো। দুর্নীতির তদন্ত চলাকালে তদন্তকারীদের গোপনে ধারণ করা ফোনালাপে জেনারেল ব্যারেরোর ওই অপমানজনক মন্তব্যটি ধরা পড়ে।