মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা। গতকাল মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার এএসআই বিশ্বনাথ জানিয়েছেন, আটককৃতরা হলো- মেহেরপুর শহরের মণ্ডলপাড়ার মৃত মফেল উদ্দীনের ছেলে মোসলেম আলী (৬৪) ও মৃত. আব্দুস ছাত্তারের ছেলে শহীদুল্লাহ বাদল (৪৫), সদর উপজেলার গোভীপুর গ্রামের মৃত কিয়ামত মহলদারের ছেলে মোতালেব হোসেন লাবু (৫২), হিজুলী গ্রামের ছয়মুদ্দিন মালিতার ছেলে আনারুল ইসলাম (৪০) ও মৃত নূর ইসলামের ছেলে বিপ্লব হোসেন (২০), রাজনগর গ্রামের যুগিন্দাপাড়ার শহীদের ছেলে পলাশ (২০) এবং রাইপুর-খন্দকারপাড়ার মৃত সবের আলীর ছেলের মহিদুল ইসলাম (২৮) ও আসকার আলীর ছেলে হাসিবুল ইসলাম (২২)। তিনি আরো বলেন, আটক ৮ ব্যক্তির নামে হরতাল-অবরোধের সময় পুলিশের দায়ের করা কয়েকটি মামলা রয়েছে। এদেরকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।