স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সাথে তার বাসায় গিয়ে দেখা করেছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যান খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থ বি. চৌধুরীকে দেখতে যান খালেদা জিয়া।
বি. চৌধুরীর প্রেসসচিব জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়া বি. চৌধুরীর বাসায় প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। দু নেতা একান্তে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এ সময় বিকল্পধারার মহাসচিব এম এ মান্নান, যুগ্মমহাসচিব মাহী বি. চৌধুরী, ঢাকা মহানগর বিকল্পধারার সভাপতি মাহবুব আলী, প্রবাসী বিষয়ক সম্পাদক মুনিরুল ইসলাম এবং মহিলাদলের সভাপতি নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।