জীবননগর ব্যুরো: যশোরে কার্টন কিনতে যাওয়ার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন জীবননগর নারায়ণপুরের ক্ষুদ্র ব্যবসায়ী খিরু। গতকাল মঙ্গলবার জীবননগর থেকে শাপলা পরিবহনে যশোর যাওয়ার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কৌশলে অজ্ঞান করে তার নিকট থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা নিয়ে সটকে পড়ে। যশোর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে গতকাল রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।