প্রথম বিভাগ ক্রিকেটে মেহেরপুর ভেনাস ক্লাব ৯৪ রানে জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর ভেনাস স্পোর্টিং ক্লাব ৯৪ রানে জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ভেনাস স্পোর্টিং ক্লাব ৩৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাইফুল সর্বোচ্চ ৮১ রান করে। প্রতিপক্ষ মেহেরপুর ক্লাসিক ক্রিকেট ক্লিনিকের এনামুল ৪টি ও ফায়সাল ৩টি উইকেট লাভ করে।

জবাবে খেলতে নেমে ক্লাসিক ক্রিকেট ক্লিনিক ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান করে ডিক্লিয়ার্ড ঘোষণা করে মাঠ ত্যাগ করে।