স্টাফ রিপোর্টার: নোয়াখালী সদর উপজেলার সোনাপুর-চরজব্বার সড়কের উত্তর ওয়াপদা এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- নবীন (৪০), মাসুদ (৩৮), নুর নবী (৫০) ও আজাদ (২৭)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুবর্ণচর উপজেলা থেকে নির্মাণ শ্রমিকবাহী সোনাপুরগামী একটি ট্রাক সোনাপুর-চরজব্বার সড়কের উত্তর ওয়াপদা এলাকায় পৌঁছুলে একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই নির্মাণশ্রমিক। কাজ শেষে হাতিয়া উপজেলা থেকে বাড়ি ফিরছিলেন।