দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজাদ গতপরশু সোমবার রাত থেকে অসুস্থতাবোধ করলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এতে তার অবস্থার উন্নতি দেখা না দেয়ায় গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সযোগে নেয়া হয় স্কয়ার হাসপাতালে। সেখানে সন্ধ্যায় আজাদকে দেখতে যান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেয়াসহ চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন। এদিকে আজাদুল ইসলামের সুস্থতা কামনা করে উপজেলাবাসীর দোয়া চেয়েছেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম প্রমুখ।