দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামিসহ তিন আসামিকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে এএসআই আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে সাইফুল ইসলামকে (২৮) গ্রেফতার করেন। তাকে আজ বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান থানা পুলিশ।