দর্শনা অফিস: দামুড়হুদার বড়বলদিয়া গ্রামে পিতা আবু হোসেন তিন ছেলের পাঠ্যপুস্তক পুড়িয়ে ভস্মীভূত করায় ক্ষোভে ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিতাকে জখম করেছে। জখম আবু হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের জাহান আলীর ছেলে আবু হোসেন। কোনো কারণ ছাড়াই স্ত্রী ও ছেলে-মেয়েদের সাথে খারাপ আচরণ করেন। এমনকি ছেলে-মেয়েকে মারধর করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার তিন ছেলের মধ্যে কলেজপড়ুয়া জাহাঙ্গীর, চলতি এসএসসি পরীক্ষার্থী সোহেল রানা ও স্কুলপড়ুয়া শাওনের সমস্ত পাঠ্যপুস্তক পুড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আবু হোসেনকে তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। জখম অবস্থায় আবু হোসেনকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।