ছাত্রদল নেতা মোমিনুল ইসলাম মোমিন ও বিএনপি নেতা তাজ উদ্দিন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হাজতভোগের পর গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি লাভ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়ে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হলে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এম. জেনারেল ইসলাম। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা বিএনপির যুগ্মসম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ তালহার উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহেদ মো. রাজীব খান, খম ইউসুফ, সোহেল আহম্মেদ মালিক সুজন, মোমিনুর রহমান মোমিন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, সদর পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মজিবুল হক মালিক মজু, দামুড়হুদা থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহ, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, আতিয়ার রহমান লিটন, স্বাধীন অধিকারী প্রমুখ।