স্টাফ রিপোর্টার: সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদের বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দায়ের করা মানহানি মামলায় স্থগিতাদেশ প্রত্যাহার করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মইন উ আহমেদের দায়ের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল এ আদেশ দেন। এর ফলে নিম্ন আদালতে মইনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন টুকুর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুত খাতে দুর্নীতি নিয়ে মিথ্যাচারের অভিযোগে মইন উ আহমেদের বিরুদ্ধে ২০০৯ সালের ১২ জুলাই এ মামলাটি করা হয়। সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী টুকু ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেন। এতে বলা হয়, ২০০৭ সালের ২৭ মার্চ প্যারেড গ্রাউন্ডের এক সমাবেশে জেনারেল মইন বলেছিলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুত খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার হয়েছে। কিন্তু ওই আমলে বিদ্যুত খাতে মোট বরাদ্দ ছিলো সাড়ে ১৩ হাজার কোটি টাকার মতো। এর মধ্যে প্রায় ৯ হাজার কোটি টাকা বেতন-ভাতা বাবদ খরচ হয়েছে। তাই ২০ হাজার কোটি টাকা লুটপাটের কথা বলা কাল্পনিক, অপপ্রচার ও মানহানিকর। মামলাটি বাতিলের জন্য ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর আবেদন করেন মইন উ আহমেদ। বিচারিক আদালত তার এ আবেদন নাকচ করেন। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করলে তা খারিজ হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) দায়ের করেন মইন উ আহমেদ। ২০১০ সালের ৪ এপ্রিল আপিল বিভাগ নিম্ন আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। গতকাল আপিলের অনুমতি না দিয়ে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আদালতে মইনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম কামরুল হক সিদ্দিকী। তার সাথে ছিলেন মো. বজলুর হাসান ও ব্যারিস্টার এ এসএম শাহরিয়ার করিম।