স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী গ্রামের বটতলা মাঠে আসাদুর জামান শাওন নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। শাওন বাড়াদী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে উকিল মণ্ডল (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত সোমবার সন্ধ্যার পর শাওন বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয়রা গ্রামের পাশে মাঠের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খন্দকার লাবণী জানান, লাশের গায়ে কোপের চিহ্ন রয়েছে। পুলিশ মঙ্গলবার সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে।