চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মো. মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি জেলা বিএনপির সহসভাপতি শহিদুল কাউনাইন টিলু এবং দামুড়হুদা উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি জেলা কমিটির সদস্য লিয়াকত আলী শাহকে আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন।
বিবৃতিতে জেলা বিএনপি সভাপতি হাজি মো. মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু আরও বলেন, আলমডাঙ্গা উপজেলা ও পৌর কমিটি এবং দামুড়হুদা উপজেলা ও পৌর কমিটির সাথে আলাপ-আলোচনার মাধ্যমে একক প্রার্থী হিসেবে শিহিদুল কাউনাইন টিলু ও লিয়াকত আলী শাহকে প্রার্থী হিসেবে জেলা কমিটির কাছে সুপারিশ করায় জেলা কমিটি এ দুজন নেতাকে আগামী উপজেলা নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে। -প্রেসবিজ্ঞপ্তি।