স্টাফ রিপোর্টার: জিহাদের আহ্বান জানিয়ে আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির অডিও টেপ বিভিন্ন ব্লগ ও ফেইসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে টাঙ্গাইল থেকে এক যুবককে গ্রেফতার করেছে ৱ্যাব। মো. রাসেল বিন সাত্তার খান নামের ২১ বছর বছর বয়সী ওই যুবক টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউটের শেষ বর্ষের ছাত্র।ৱ্যাব বলছে, রাসেল একজন ব্লগার। তিনি আমার ভাবনা ও আমার দেশসহ কয়েকটি উগ্র ইসলামপন্থি ব্লগ চালান। জামায়াতপন্থি ফেসবুক পেইজ বাঁশের কেল্লা-২সহ বেশ কয়েকটি পেজের অ্যাডমিন তিনি। ওয়েব ডেভেলপার হিসেবেও তিনি কাজ করেন। গ্রেফতারের পর ঢাকার উত্তরায় র্যাবের প্রধান কার্যালয়ে রাসেল সাংবাদিকদের সামনেই স্বীকার করেন- দাওয়াহ ইল্লাল্লাহ নামের একটি ওয়েবসাইটে জাওয়াহিরির অডিও ক্লিপটি পেয়ে তিনি বিভিন্ন সাইট ও ফেসবুকে সেটি পোস্ট ও শেয়ার করেন। অবশ্য আল কায়েদার সাথে সংশ্লিষ্টতার বিষয়টি রাসেল অস্বীকার করেছেন।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের মাঝিপাড়ায় মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি মোবাইলফোন, দুটি ল্যাপটপ ও বেশ কিছু জিহাদি বই। দুপুরে উত্তরায় র্যাব কার্যালয়ে রাসেলকে সাংবাদিকদের সামনে আনা হয়। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, গত বছরের ৩০ নভেম্বর ‘দাওয়াহ ইল্লাল্লাহ ডট ওয়ার্ডপ্রেস ডটকম’ নামের একটি ওয়েবসাইটে জাওয়াহিরির ওই অডিও টেপ প্রকাশ করা হয়। এই পেজটি মূলত বালাকোট মিডিয়া নামের একটি সংগঠন পরিচালনা করে। বালাকোট মিডিয়ার পরিবেশনায় দাওয়াহ ইল্লাল্লাহ প্রায় নিয়মিতই বাংলাদেশসহ সমগ্র বিশ্বে জিহাদের ডাক দিয়ে আসছে। তিনি জানান, জাওয়াহিরির ওই অডিও ক্লিপ এ বছরের ১৪ জানুয়ারি জিহাদোলজি ডট নেট নামে একটি ওয়েবসাইটে আসে। সম্প্রতি তা ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ক্লিপ কীভাবে ছড়াচ্ছে- তার অনুসন্ধান করতে গিয়েই রাসেলকে গ্রেফতার করা হয় বলে হাবিবুর রহমান জানান।