আলমডাঙ্গার ভাংবাড়িয়া বাজারে নকল কীটনাশক বিক্রি : প্রতারিত হচ্ছে কৃষক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ভাংবাড়িয়া বাজারের মিনারুল স্টোরে নকল কীটনাশক ও নিম্নমানের দস্তা সার বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। ভূক্তভোগী কৃষক ভাংবাড়িয়া জোয়ার্দ্দারপাড়ার মৃত আফছার মণ্ডলের ছেলে খোরশেদ আলী জানান, ধানক্ষেতে লাল কেঁচো ও মাজরা পোকা মারার জন্য মিনারুলের দোকান থেকে সিনজেনটা কোম্পানির ভিরতাকো ৪০ বিষ জমিতে দিয়েও কোনো কাজ হচ্ছে না। একই অভিযোগ করলেন কৃষক হাশেম আলী। সিনজেনটা কোম্পানির সেলস প্রমোশন অফিসার আমিরুল আলম জানান, কৃষক খোরশেদ যে বিষ কিনেছেন সেটি নকল। ভাংবাড়িয়া এলাকার প্রায় প্রতিটি দোকানে দেদারছে বিক্রি হচ্ছে নকল ও নিম্নমানের কীটনাশক ও সার। প্রতারিত হচ্ছে কৃষকরা। এসব অসাধু দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।