স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের তালিকাভূক্ত আসামি আবু সাঈদ গ্রেফতার হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরিশখালী গ্রামের সানোয়ার হোসেনের ছেলে আবু সাঈদকে তার নিজ বাড়ি থেকে হরিণাকুণ্ডু থানা পুলিশ গ্রেফতার করে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আবু সাঈদ একটি মামলার এজাহার নামীয় আসামিসহ তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, বোমাবাজিসহ সামাজিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে।