স্টাফ রিপোর্টার: সিংনগরের দণ্ডিত জহিরুল ইসলাম ঝণ্টুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ফেনসিডিল পাচারের দায়ে ৭ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত ঝণ্টু দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো। গতকাল সে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক কে.জি মোস্তফা তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর সিংনগরের মেহের আলীর ছেলে জহিরুল ইসলাম ঝণ্টু, আজিজুল হকের ছেলে পিরু ওরফে পীর মোহাম্মদ, রাঙিয়ারপোতার সাদের আলীর ছেলে আশরাফুল, কাশেম আলীর ছেলে আশরাফ আলী, দর্শনা দক্ষিণচাঁদপুরের করিম মণ্ডলের ছেলে ফজলু ও রাঙিয়ারপোতার আমির হোসেনের ছেলে শাহাজান ফেনসিডিল চোরাচালানি। ২০০৮ সালে চুয়াডাঙ্গার হিজলগাড়ি ফাঁড়ি পুলিশ ৩২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। কয়েকজনকে গ্রেফতার করে। সদর থানায় মামলা হয়। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করা হয়। চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতের বিজ্ঞ বিচারক মামলার সাক্ষী প্রমাণ পরীক্ষা করে ১৯৭৪ সালের ৩৫বি (২) ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। ঝণ্টু আত্মগোপন করে। গতকাল সে আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ ট্রাইব্যুনাল তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।