কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্প সদস্যরা দামুড়হুদার মোক্তারপুর মোল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেন (২০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে মালামালসহ তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। সে দামুড়হুদা উপজেলার চাঁদপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
বিজিবি জানায়, সোমবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মুন্সিপুর ক্যাম্প কমান্ডার নাজমুল হক ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে মোক্তারপুর রাস্তার পাশে একটি আখক্ষেতে ওঁত পেতে ছিলেন। এ সময় সীমান্ত থেকে ছেড়ে আসা একটি আলমসাধুকে গতিরোধ করে শামীম হোসেনকে আটক করা হয়। ফারুক নামের অপর এক মাদকব্যবসায়ী পালিয়ে যায়। গাড়ির ওপর রাখা বস্তা তল্লাশি করে ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।