স্টাফ রিপোর্টার: মরহুম ডা. জেডএইচএম ওয়াহিদ আশরাফ দেলওয়ারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গতকাল সোমবার মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিএমএ চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাইদ উর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানাসহ চিকিৎসক ও সেবিকারা মিলাদ মাহফিলে শরিক হন। বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
উল্লেখ্য, ডা. জেডএইচএম ওয়াহিদ আশরাফ দেলওয়ার গত ৫ ফেব্রুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক ইন্তেকাল করেন।