দর্শনা অফিস: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দর্শনা শান্তিপাড়া থেকে হেরোইন উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকীয়া খানমের নেতৃত্বে একটি দল গত রোববার বেলা ১১টার দিকে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত ফারুক হোসেনের স্ত্রী জোছনার বাড়িতে। লাকীয়া খানম বলেন, ওই বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৫ গ্রাম হেরোইন। এ ঘটনায় লাকীয়া খানম বাদী হয়ে জোছনার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন।