কার্পাসডাঙ্গা বালিকা মাদরাসার শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম বালিকা দাখিল মাদরাসার ছাত্রীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। কয়েকজন শিক্ষক নিয়মিতভাবে ছোটখাটো বিষয় নিয়ে বেত্রাঘাত করেন শিশু শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থী মাদরাসায় যেতে ভয় পায়। তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শিক্ষক আব্দুল মোমিন, আবু হানিফ ও শিক্ষিকা রুমিয়া খাতুন ছাত্রীদের ওপর বেদম প্রহার করে থাকেন। এ নিয়ে কোনো অভিভাবক কিছু বললে তার মেয়ের ওপরে আরো নির্যাতন বেড়ে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক অভিযোগ করেন। এ নিয়ে দিন দিন অভিভাবক মহলে ক্ষোভ বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কার্পাসডাঙ্গা বালিকা মাদরাসায় নির্যাতনের বিষয়টি নিয়ে তদন্তপূর্ব অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার বলে সচেতন মহল মনে করে। এ ব্যাপারে মাদরাসা সুপার মাওর. নুরুল আমিন বলেন কোনো শিক্ষার্থী বা অভিভাবক আমার কাছে এ ধরনের অভিযোগ করেনি, তবে যদি কোন শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।