আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার আসমানখালী ক্যাবল নেটওয়ার্কের বিল আদায়কারী মিনারুল ইসলামকে মারধর করে আহত করেছে বলে অভিযোগ উঠেছে বন্দরভিটা গ্রামের ইসলাম মেম্বারের ছেলে মারুফের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে ডিশের বিল আদায়কারী মিনারুল বন্দরভিটা গ্রামে মারুফের নিকট বকেয়া বিল চাইতে গেলে মারুফ বিল না দিয়ে উল্টো আদায়কারীকে মারধর করে আহত করে। এ বিষয়ে গতকাল আসমানখালী পুলিশ তদন্তকেন্দ্রে ডিশ মালিকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।