মেহেরপুর অফিস: এনটিভি মেহেরপুর জেলা প্রতিনিধি রেজ-আন-উল বাসার তাপস মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর বিসিক শিল্পনগরীর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর শহর থেকে গ্রামের বাড়ি ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বিসিক শিল্পনগরীর সামনে পৌঁছুলে এক ব্যক্তি দৌঁড়ে রাস্তা পার হওয়ায় সময় তাপসের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে তিনি সড়কের ওপরে ছিটকে পড়েন। তাপসের হাত ও পায়ে গুরুতর জখম হয়। খবর পেয়ে তার সহকর্মীরা ঘটনাস্থল থেকে তাকে নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার বাম হাতের কব্জির হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।