সাংবাদিক তাপস সড়ক দুর্ঘটনায় আহত

 

মেহেরপুর অফিস: এনটিভি মেহেরপুর জেলা প্রতিনিধি রেজ-আন-উল বাসার তাপস মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর বিসিক শিল্পনগরীর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর শহর থেকে গ্রামের বাড়ি ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বিসিক শিল্পনগরীর সামনে পৌঁছুলে এক ব্যক্তি দৌঁড়ে রাস্তা পার হওয়ায় সময় তাপসের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে তিনি সড়কের ওপরে ছিটকে পড়েন। তাপসের হাত ও পায়ে গুরুতর জখম হয়। খবর পেয়ে তার সহকর্মীরা ঘটনাস্থল থেকে তাকে নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার বাম হাতের কব্জির হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

Leave a comment