দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
থানা পুলিশ জানায়, গতকাল রোববার এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে খলিশাকুণ্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম হোসেন বিদ্যালয় সংলগ্ন তার নিজস্ব কোচিং সেন্টারে উত্তরপত্র তৈরি করে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করছিলেন। খবর পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকতার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তরপত্রসহ ওই শিক্ষককে হাতেনাতে ধরেন। এরপর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইসলাম হোসেনকে (৫২) দু বছরের কারাদণ্ড প্রদান করেন।