দর্শনা অফিস: দর্শনা কাস্টমস গোডাউনে রক্ষিত হেরোইন, ফেনসিডিল, মদ ও গাঁজাসহ প্রায় ১৪ কোটি টাকার মালামাল ধ্বংস করা হয়েছে। ধ্বংসের পর তা মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
জানা গেছে, বেশ কয়েক বছর আগে র্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল দর্শনা কাস্টমস সার্কেলে জমা দেন। বর্তমানে চোরাচালানকৃত মালামাল জমা দেয়া হলেও মাদকদ্রব্য জমা দেয়া হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। সে সময়কারের জমাকৃত মাদকের মধ্যে হেরোইন, ফেনসিডিল, গাঁজা, মদ, নেশাজাতীয় দ্রব্য, জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট, কীটনাশক, ওষুধ, বীজ, দুধ, চুলসহ বিভিন্ন মালামাল দীর্ঘদিন গোডাউনে থাকায় পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। এতে পরিবেশ দূষিত হচ্ছিলো। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাস্টমস কর্তৃপক্ষ গোডাউনজাতকৃত ওই সকল মালামাল ধ্বংস করে। কাস্টসম সার্কেল এলাকায় গভীর গর্ত খুঁড়ে ১৩ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা মূল্যের মালামাল ধ্বংসকালে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার কাজী বজলুর রশীদ, রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, গোডাউন অফিসার আনোয়ার হোসেন, দর্শনা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই জাকির হোসেন প্রমুখ।