জুহি মা হতে চান না!

 

মাথাভাঙ্গা মনিটর: লিউড তারকা জুহি চাওলার বয়স এখন ৪৬ বছর। ব্যক্তিগত জীবনে তার জানভি নামে এক কন্যা ও অর্জুন নামে এক ছেলে সন্তান রয়েছে। তবে পর্দায় এখনও তিনি মায়ের চরিত্রে অভিনয় করতে নারাজ। সম্প্রতি তাকে নতুন একটি ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করতে প্রস্তাব দিলে তিনি না করেন। জুহি বলেন, ‘আমি এখনই সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করতে চাই না। আমি এজন্য আরেকটু সময় চাই। আর সেটা যদি ১৮ বছরের সন্তানের মাও করতে হয় করবো। কিন্তু এখন অবশ্যই না।’ জুহি বর্তমানে তার নতুন ছবি ‘গুলাব গ্যাং’ এর প্রমোশনের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সৌমিক সেন পরিচালিত নতুন এ ছবিতে তাকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ ছবিতে আরো অভিনয় করেছেন মাধুরী দিক্ষীত। আগামী ৭ মার্চ ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।