জীবননগর-সুবলপুর সড়কে ইটভাটারার মাটির স্তুপ

 

এলাকাবাসীর তোপের মুখে ভাটামালিক টুটুল

জীবননগর ব্যুরো: জীবননগর-সুবলপুর সড়কের সুবলপুর মোড়ে টুটুল ব্রিক্সের যত্রতত্র মাটি ফেলে স্তুপ করায় এ বৃষ্টিতে জনসাধারণের যাতায়াতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর স্তুপ করে রাখা মাটি কাঁদা হয়ে রাস্তার ওপর ওঠাতে যাতায়াতে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তেমনি হরহামেশা ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী এ সমস্যা সমাধানে ভাটামালিককে অবহিত করলেও তিনি তাদের কোনো কথায় কর্ণপাত করছেন না বলে অভিযোগ। ফলে গতকাল রোববার এলাকাবাসী ভাটাটিতে চড়াও হলে তোপের মুখে পড়েন ভাটা মালিক তরিকুল ইসলাম টুটুল। তিনি এলাকাবাসীর সাথে বিরোধে ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন।

‘অভিযোগে প্রকাশ, জীবননগর পৌর এলাকার সুবোলপুর-হরিপুর সড়কের পাশে টুটুল ব্রিক্সের একটি ইটভাটা রয়েছে। এ ভাটায় ব্যবহৃত মাটি, বালি ও ইটের স্তুপ প্রধান সড়কে ওপর ও দু পাশে থাকায় এলাকাবাসীর চলাচল বিঘ্নিত হয়। শুকনো মরসুমে এ রাস্তায় চলাচলকারীরা রাস্তায় প্রতিবন্ধকতা, ধুলো বালির শিকার ও বর্ষা মরসুমে সামান্য বৃষ্টিতেই কাঁদা হয়ে পিচ্ছিল হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় এলাকাবাসী ভাটামালিককে বিষয়টি অবহিত করলেও অদৃশ্য শক্তির বলে তিনি সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেননি।