জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিনে গতকাল রোববার উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল ও বিএনপির মহিলাদলের সভানেত্রী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়েশা সুলতানা লাকী মনোনয়নপত্র সংগ্রহ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাজেদুর রহমানের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমলের মনোনয়নপত্র সংগ্রহের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উথলী ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দীন জালাল, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমানসহ যুবলীগ নেতা আব্দুস সালাম ইশা ও পৌর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।