জীবননগর ব্যুরো: জীবননগর পৌর এলাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের পক্ষ থেকে ৪০টি ফ্যান প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও দৌলতগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্যান প্রদান করা হয়। সংসদ সদস্য আলী আজগার টগরের প্রতিশ্রুতি অনুযায়ী জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল ও প্রধান শিক্ষক বাকী বিল্লাহ’র কাছে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলর রফিকুল ইসলাম ২০টি বৈদ্যুতিক ফ্যান প্রদান করেন। অপরদিকে দৌলতগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাসির উদ্দীন ও প্রধান শিক্ষক সুলতান আহমেদের নিকট ২০টি ফ্যান তুলে দেন এমপির পক্ষে আবু মো. আব্দুল লতিফ অমল।