মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের কাথুলী গ্রামে এক ব্যক্তি শত্রুতা করে তার নিজের স্বার্থ দেখে সড়কের ধারে মাটি দেয়ার কারণে গত ২ দিনের অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে সড়কে হাঁটু পানি জমাট বাধার কারণে সড়কে সবধরনের যানবাহনসহ কোমলমতি ছাত্রছাত্রীদের চলাচলে চরম সমস্যা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কাথুলী-বলেশ্বরপুর সড়কের কাথুলী গ্রামের সাবেক মেম্বার আব্দুল হান্নানের বাড়ির সামনে গ্রামের মৃত মকছেদ খন্দকারের ছেলে মানোয়ার খন্দকার তার বাড়িতে যাতে পানি জমাট না বাধে সেজন্য বাড়ির পেছনে সরকারি রাস্তার ধারে উঁচু করে মাটি দিয়েছেন। এলাকাবাসী অভিযোগ করে জানায়, এ সড়কের বৃষ্টির সব পানি আগে উত্তর দিকে একটি গর্তের ভেতর চলে যেতো। গতপরশু দিন মানোয়ার খন্দকার শত্রুতা করে তার নিজের স্বার্থের জন্য সড়কের ধারে অন্যায়ভাবে মাটি দিয়েছে। এর ফলে অতিবৃষ্টিতে সড়কে হাঁটু পানি বেধেছে। সড়কে বৃষ্টির পানি জমাট বাধার কারণে সব ধরনের যানবাহনসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের চরম সমস্যা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে।