আল-কায়েদার সাথে জামায়াতের সম্পৃক্ততা নেই

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সাথে জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই বলে। একইসাথে গণমাধ্যমে প্রকাশিত আল-কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত ভিডিও বার্তা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। বিবৃতিতে বলা হয়, ইন্টারনেটে প্রচারিত আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত ভিডিও বার্তায় বাংলাদেশের মুসলমানদের প্রতি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে মর্মে যে সব বার্তা প্রচারিত হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম ও দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে এটি একটি নতুন ষড়যন্ত্র কি-না তা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। বাংলাদেশ যেকোনো ধরনের উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, দু-একটি সংবাদ মাধ্যমে আল-কায়েদার সাথে জামায়াতের সম্পর্ক সংক্রান্ত যে সব আজব তথ্য পরিবেশন করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আল-কায়েদার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ ও অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।