আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত ৪র্থ দিনে অনুষ্ঠিতব্য ইংরেজি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে গতকাল রোববার হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সামাউল ইসলাম নামে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষাকেন্দ্রে ৪র্থ দিনের পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সামাউল ইসলাম অসদুপায় অবলম্বন করছিলো। হল পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম নকলসহ সামাউল নামে ওই ছাত্রকে ধরে ফেলেন। ওই নকলের সাথে পরীক্ষার্থীর খাতার হুবহু মিল দেখতে পেয়ে ওই ছাত্রকে উপজেলা নির্বাহী অফিসার তাকে বহিষ্কার করেন।