৫ দফা দাবিতে ইবি ছাত্রদলের ধর্মঘটের ডাক

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম রাশেদের মুক্তিসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলনে করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আগামী দু দিনের মধ্যে দাবি মানা না হলে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি ওমর ফারুক আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সর্বাত্মক ছাত্র ধর্মঘটের হুমকি দেন।

জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত প্রেসকর্ণারে ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম রাশেদের মুক্তিসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইবি শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৫ দফা দাবি জানান। দাবিগুলো হলো- গ্রেফতারকৃত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, ছাত্রদলকর্মী মুত্তকীনসহ সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিতকরণ, সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনয়ন ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধকরণ। এ সময় নেতাকর্মীরা আগামী সোমবারের মধ্যে উপরোল্লিখিত দাবিসমূহ মানা না হলে আগামী মঙ্গলবার ও বুধবার সর্বাত্মক ছাত্রধর্মঘটের ঘোষণা দেয়।