মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা দেয়া হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক জেলা কমান্ডার আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. গোলাম রসুল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সামিউন বাসিরা পলি। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিয়ার রহমান বাচ্চু, মুনতাজ আলী, আবুল কাশেম, ইদ্রিস আলী, গোলাম হোসেন, হাফিজুল হক প্রমুখ। পরে প্রধান অতিথিকে মানপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।