মেহেরপুরে হিন্দু ধর্মীয় সাপ্তাহিক সংঘ অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় সাপ্তাহিক সংঘ অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল, সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আলহাজ মো. গোলাম রসুল, আব্দুর রব বিশ্বাস, সামিউল বাসিরা পলি, আব্দুস মান্নান ছোট, মোজাম্মেল হক, বারিকুল ইসলাম লিজন মন্দির কমিটির সহসভাপতি অভিজিৎ বোস মানা, সিরাজুল ইসলাম প্রমুখ।