মাথাভাঙ্গা মনিটর: শেষ পর্যন্ত দিল্লিতে রাষ্ট্রপতির শাসনই জারি হলো। গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাষ্ট্রপতি-শাসিত সরকারকে অনুমোদন দেয়া হয়েছে। এর আগে উপরাজ্যপাল নাজিব জং, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে লেখা চিঠিতে এ সুপারিশ করেছিলেন। তবে বিধানসভা জিইয়ে রাখার প্রস্তাবও তিনি দিয়েছিলেন। উপরাজ্যপাল ওই চিঠির সাথে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফাপত্রও রাষ্ট্রপতির কাছে পেশ করেছেন। এসব পদক্ষেপে অবশ্য বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাতে চিন্তিত নন। গতকাল শনিবার একটি টেলিভিশন সাক্ষাত্কারে তিনি আবার মুকেশ আম্বানির কথা উল্লেখ করে তার সাথে কংগ্রেস ও বিজেপির অসৎ যোগসাজশের অভিযোগ এনেছেন। কেজরিওয়াল আরও জানান, লোকসভা ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং যারা দুর্নীতিগ্রস্ত, অপরাধী, সাম্প্রদায়িক ও রাজনীতিকে পারিবারিক উত্তরাধিকার মনে করেন, তাদের জয় ঠেকাবেন। তবে কেজরিওয়ালের পদত্যাগের পরে আম আদমি পার্টিকে (এএপি) যেসব সমালোচনা সহ্য করতে হচ্ছে সেগুলোর অন্যতম হলো, প্রশাসনিক দিক থেকে তারা অনভিজ্ঞ, তারা সুশাসনের বদলে নৈরাজ্য সৃষ্টিকারী এবং আদৌ দায়িত্বশীল নন। তাদের চরিত্র পলায়নমুখি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে এএপির নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নতুন নির্বাচনের সুপারিশ করেন।