কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতিরা। গত পরশু শুক্রবার রাত ১টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি পশ্চিমপাড়ার গোরস্তানের পাশে দুষ্কৃতিরা একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। গভীররাতে বোমার বিকট শব্দে গোটা গ্রাম প্রকম্পিত হয়ে ওঠে। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বোমাবাজরা কেন বা কী কারণে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা বলতে পারেনি কেউ। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।