স্টাফ রিপোর্টার: ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দু ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, তারা দুজনেই সন্ত্রাসী ছিলো। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত দু ব্যক্তির নাম হিমেল ও সালাউদ্দিন। ডেমরা জোনের সহকারী কমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, যাত্রাবাড়ী থানার ধলপুর ব্রিজের পরে বালুর মাঠে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দুজন নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।