স্টাফ রিপোর্টার: ঢাকার বাড্ডায় গতকাল শনিবার নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় দু শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু শ্রমিক। নিহত ব্যক্তিরা হলেন আবদুল জলিল (৪২) ও মো. আসলাম (৩৫)। আহত দু শ্রমিক আবু তালেব ও সাদ্দাম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। বাড্ডা জেনারেল হাসপাতালের পাশে মুন্সির বাড়ি এলাকায় একটি প্রকল্পাধীন ভবনের ১০ কাঠার প্লটে কাজ করছিলেন ছয়-সাতজন শ্রমিক। এরই মধ্যে ওই প্লটে ১০ ফুট নিচু মাটি কাটা হয়েছে। প্লটের পশ্চিম ও উত্তর পাশে তৈরি করা হয়েছে সাত-আট ফুট উঁচু দেয়াল (গাইড ওয়াল)। বেলা পৌনে ২টার দিকে হঠাত করে পশ্চিম পাশের দেয়ালটি ধসে শ্রমিকদের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হন।