জীবননগর বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছেন। গত শুক্রবার বিকেলে জীবননগর-কালীগঞ্জ সড়কে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ, কসমেটিকস ও থ্রি-পিচ উদ্ধার করে বিজিবি।

বিজিবিসূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেল ৪টার দিকে জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার মিন্টু সরকার সঙ্গীয় সদস্যদের নিয়ে জীবননগর-কালীগঞ্জ সড়কে অভিযান চালায়। এ সময় জীবননগর-কালীগঞ্জ সড়কে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কসমেটিকস ও থ্রি-পিচ উদ্ধার করা হয়।