জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ৬ নেতাকর্মীকে আটক করেছে। গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ নিয়ে গত এক সপ্তায় জীবননগরে যৌথবাহিনী বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করলো।
থানাসূত্র জানায়, গত শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার ধান্যখোলা গ্রামের ফরজ আলীর ছেলে আশাদুল ইসলাম (২০), বেনীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে মিলন (২৭), মল্লিক মণ্ডলের ছেলে নোয়াজ্জেশ আলী (৩৮), সুটিয়া গ্রামের সফিউল ইসলামের ছেলে এলাহী আলামিন (২৪), কেরামত আলীর ছেলে তুহিন আজমীর (২০) ও মৃত আপেল মণ্ডলের ছেলে সিরাজুল ইসলামকে (৬৪) আটক করে। আটককৃতদের গতকাল শনিবার চুয়াডাঙ্গা কোর্টহাজতে পাঠানো হয়েছে।