মাথাভাঙ্গা মনিটর: আইসিসি টেস্ট ৱ্যাঙ্কিঙে দক্ষিণ আফ্রিকার অবস্থান একে আর অস্ট্রেলিয়ার তিনে। সর্বশেষ ৱ্যাঙঙ্কিঙে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১৩৩, অস্ট্রেলিয়ার ১১১। এসব খুচরো কথা বলার একটাই কারণ, সেঞ্চুরিয়নে এসব ৱ্যাঙ্কিং-ট্যাংঙ্কিং স্রেফ কৌতুকে পরিণত করে চুতর্থ দিনেই দক্ষিণ আফ্রিকাকে ২৮১ রানের পরাজয়ের লজ্জা দিয়েছে অস্ট্রেলিয়া। আরও নির্দিষ্ট করে বললে, লজ্জাটা দিয়েছেন আসলে মিচেল জনসন। জনসনের তাণ্ডবের সামনে টেস্টের এক নম্বর দলের পায়ের নিচের মাটি সরে গেল সুরুত্ করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের হিসেবে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম পরাজয়। প্রথম ইনিংসে জনসন নিয়েছিলেন ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫টি, সব মিলিয়ে ম্যাচে ১২৭ রানে ১২ উইকেট, তার ক্যারিয়ার সেরা। অ্যাশেজের ফর্ম শুধু জনসনই এ সিরিজে টেনে আনেননি, এনেছে তার দলও। টানা ছয়টি টেস্ট জিতল অস্ট্রেলিয়া। গত দিনের ৪ উইকেটে ২৮৮ রান নিয়ে খেলতে নেমে আজ সকালেই দারুণ এক চমক দিলেন মাইকেল ক্লার্ক। খুঁড়িয়ে চলা দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০০ রানে। হারতে হয় ২৮১ রানে। জনসনের ঝুলিতে ৫ উইকেট, হ্যারিস ও সিডল পান দুটি করে। ম্যাচ সেরা জনসন।