স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে চাঁদার দাবিতে বোমা হামলা চালানো হয়েছে। গতরাতে দুর্বৃত্তরা দীনবন্ধু সরকারের বাড়িতে এ হামলা চালায়। দীনবন্ধু সরকারের কাছে বেশ কিছুদিন ধরে দুর্বৃত্তরা মোবাইলফোনে চাঁদা চেয়ে আসছিলো বলে বাড়ির লোকজন জানিয়েছেন।
সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার খোকন সরকারের ছেলে দীনবন্ধু সরকারের কাছে মোবাইলফোনে চাঁদা চেয়ে আসছিলো। চাঁদা না দেয়ার কারণে গতরাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে বোমা ছুঁড়ে মারে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। রাতেই দৈনিক মাথাভাঙ্গা অফিসে ফোন করে ঘটনার বর্ণনা দেন পরিবারের একজন সদস্য। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকেও বোমা হামলার বিষয়ে জানানো হয়।