গাংনী পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলার স্বনামধন্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পলাশীপাড়া গ্রামে স্থায়ী স্যাটেলাই ক্লিনিক স্থাপন উপলক্ষে স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে পলাশীপাড়া শাখা কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপি এ স্বাস্থ্যমেলায় স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদর্শণী ও স্বাস্থ্যসেবা দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সভাপতি রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা। স্বাগত বক্তব্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন নির্বাহী পরিচালক হাজি মো. মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন মেহেরপুর এরিয়া ব্যবস্থাপক ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রকল্প পরিচালক মোস্তফা কামরুল হাসান। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি দীর্ঘদিন থেকেই সূর্যের হাঁসি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুসের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পলাশীপাড়াতে স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করেছে সংস্থাটি।